শিবগঞ্জে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ : 2022-06-21 20:32:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা  উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে  উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রি-জাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম আব্দুল হামিদ। ভোটগণনা শেষে অভিভাবক সদস্য পদে আব্দুর রাকিব রাজন ৩৯৯ ভোট পেয়ে ১ম,  মোঃ এনামুল হক ৩৪২ ভোট পেয়ে ২য় ও আলমগীর  হোসেন  ২৪৩ ভোট  এবং  মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ জহুরুল বেগম ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন।