শিবগঞ্জে মহাস্থান হার্ডওয়্যারের দোকান ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ : 2025-05-01 11:39:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে মহাস্থান হার্ডওয়্যারের দোকান ভয়াবহ অগ্নিকাণ্ড

বগুড়া শিবগঞ্জে মহস্থান  বাজারের মাজার সম্মুখে রব মটরস ষ্ট্রীল এন্ড হার্ডওয়্যার এর দোকানে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে ভষ্মিভূত হয়ে প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে খবর পাওয়া গেছে।

জানা গেছে  রব মটরস ষ্ট্রীল এন্ড হার্ডওয়্যার এর প্রো: ইফতেখারুল আলম এর দোকানে বুধবার  ভোরে অগ্নি কান্ডে তার দোকানের মেলামাইন বোর্ড, বিভিন্ন কালারের রং যাবতীয় মালামাল এই অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে ব্যবসায়ী ইফতেখারুল আলম বলেন, আমি সকাল ৬টার দিকে দোকানের সামনে এসে দেখতে পাই। দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনদের সহযোগীতায় শিবগঞ্জ ফায়ার ষ্টেশনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে আমার দোকানের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিডার ছামছুল আলম বলেন, উক্ত দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে বলে তিনি  জানান।