শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে প্রতিবন্ধীর দোকানে আগুন
প্রকাশ : 2022-05-09 14:00:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনে মেসার্স চাচা ভাতিজা গদি ঘর ভষ্মিভূত হওয়ার পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সকাল ৯টায় শিবগঞ্জ পৌর সভার চিকাদহ এলাকায় ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে দোকানের স্বত্বাধিকারী প্রতিবন্ধী কুটুল বলেন, ৯ মে সকাল ৯ টায় দোকান খুলে বসলে হঠাৎ শব্দ শুরু হয় এবং বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনের সূত্র পাত ঘটে। মুহুর্তের মধ্যেই আমার দোকানে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে ফায়ার সার্ভিস শিবগঞ্জ স্টেশনের ইনচার্জ বেঞ্জির বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে আগুনের সূত্র কিভাবে হয়েছে তা তদন্ত করে জানা যাবে।