শিবগঞ্জে  প্রতিবন্ধী শিশু সজিবকে হুইল চেয়ার দিলেন ইউএনও

প্রকাশ : 2024-12-30 19:07:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে  প্রতিবন্ধী শিশু সজিবকে হুইল চেয়ার দিলেন ইউএনও

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে  প্রতিবন্ধী শিশু সজিব ( ৯) এর চলাচলের জন্য একটি হুইল চেয়ার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। সোমবার ( ৩০ ডিসেম্বর)  বিকালে ২০২৪- ২৫ অর্থ বছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এই হুইল চেয়ার প্রদান করেন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, শিবগঞ্জ গ্রামার স্কুলে এন্ড কলেজের প্রিন্সিপাল ইব্রাহিম  খলিল। প্রতিবন্ধী সজিব উপজেলা আটমুল ইউনিয়নেের কাটগাড়া গ্রামের হতদরিদ্র  শাহজাহান শেখ এর ছেলে। অর্থাভাবে প্রতিবন্ধী সন্তানকে  হুইল চেয়ার কিনে দেওয়া সামর্থ ছিলা দরিদ্র পরিবারের। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছিলেন শিশুটির পিতা।জন্মের পর থেকে সজিব চলাফেরা করতে পারে না বলে জানায় তার পরিবার।  হুইল চেয়ার পেয়ে তার মা বলেন এখন আমার  ছেলে স্কুলে যেতে পারবে। তার ছেলের  চলাচলের আর কোন অসুবিধা হবে না এই কথা বলতে বলতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।