শিবগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা
প্রকাশ : 2022-04-20 18:49:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মহাস্থান (বগুড়া) বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের সাংবাদিক সেলিম উদ্দীন পাওনা টাকা চাইতে গেলে, ইউপি সদস্য ফারুক হোসেনের নির্দেশে অতর্কিত হামলা হয়।
অভিযোগ সুত্রে জানা যায় সোমবার (১৮ এপ্রিল) সন্ধা ৬ টায় অনন্তবালা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের পুত্র মো.সেলিম উদ্দীন (৩৮) ত্রি-মোহনি নামক স্থানে ইফতার নিতে যায়। এমন সময় একই গ্রামের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেনের নির্দেশে সেলিম হামলার শিকার হয়। রায়নগর ইউ,পি সদস্য ফারুক হোসেন নির্বাচন উপলক্ষে সেলিমের কাছ থেকে বারো (১২) লক্ষ টাকা ধার হিসাবে (ব্যাংকের চেকে সাক্ষর করে) গ্রহন করেন। এবং নির্বাচনের পরে টাকা পরিশোধ করে দেওয়ার অঙ্গিকার করেন। এমতাবস্তায় নির্বাচন শেষ হয়। কিছুদিন পরে সময় অনুযায়ী ধারকৃত টাকা চাইতে গেলে সময়ের কালক্ষেপন করেন ইউ,পি সদস্য ফারুক হোসেন। এক পর্যায়ে টাকা দিতে অস্বিকার করলে নিরুপায় হয়ে সাংবাদিক সেলিম চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এরপর সালিশ বৈঠক শেষে কথা বার্তা পছন্দ না হওয়ায় সাংবাদিক সেলিমকে একা পেয়ে বেশ কিছু সন্ত্রাসী বাহিনী ফারুক মেম্বারের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠী সোঠা নিয়ে সেলিমের ওপর হামলা চালায়। এব্যপারে সেলিম শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন বলে জানা গেছে। এ বিষয়ে সাংবাদিক মহল সেলিম এর উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানায় এবং সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।