শিবগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : 2022-04-03 15:43:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল গভীর রাতে উপজেলার মহাস্থান  পাথরপট্টি ও শালবাগ এলাকায় পুলিশ অভিযান পরিচালন করে। আটকৃতরা হলেন,  সাহেব আলী, কদম আলী ও রতন। 

পুলিশ সূত্রে জানা যায়,  বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়  ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস (পিপি এম) এর নেতৃত্বে ০২ এপ্রিল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  শিবগঞ্জ থানা এলাকায়  থানা পুলিশ ফোর্স মহাস্থান গড়ের শালবাগান ও পাথরপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে  পাঁচ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃতরা হলেন, সাহেব আলী, কদম আলী ও রতন।