শিবগঞ্জে নিসচা’র আয়োজনে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

প্রকাশ : 2021-05-02 19:21:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে নিসচা’র আয়োজনে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার ‘নিরাপদ সড়ক চাই’ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনায় আহত প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  ২ মে রবিবার দুপুরে বিহার এবং আটমূল ইউনিয়নে আহত প্রতিবন্ধীদের মাঝে নগদ   অর্থ, নতুন কাপড় সহ ঈদ সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা নিসচা’র উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য হুসাইন শরীফ সঞ্চয়।

উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা’র) সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান ওয়েল, ইউপি সদস্য আল-ইমরান খন্দকার, আব্দুল হান্নান, আটমূল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বাসু, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল বারিক, আব্দুল কুদ্দুছ, আটমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইমরান নাজির, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক সাংবাদিক রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, আশরাফুল ইসলাম প্রমুখ।