শিবগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
প্রকাশ : 2023-03-07 12:14:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া শিবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা । উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পঃপঃ তকরক নাথ কুন্ডু সহ বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, স্থানীয় আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।