শিবগঞ্জে নাগরিক ঐক্যের কর্মী বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-08-05 20:51:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার কর্মী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে নাগরিক বন্দরে দলীয় কার্যালয়ে নাগরিক ঐক্যে শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ বাদশা, এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য মোকামতলা ইউনিয়নের সভাপতি আবুল কালাম, শিবগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম, আটমূল ইউনিয়নের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার, কিচক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, দেউলীর ইউনিয়নের সভাপতি সুজা, ময়দানহাট্টা ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ ১২টি ইউনিয়নের নেতাকর্মী ।