শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩
প্রকাশ : 2022-03-08 15:52:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছকিনা বেওয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কের দহপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ছকিনা বেওয়া সোনাতলা উপজেলার হরিখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও তিন যাত্রী। তারা হলেন, সোনাতলা উপজেলার দিঘীর পাড়া এলাকার বাদশা মিয়া(৬৩), তার স্ত্রী মরিয়ম বেগম (৫২)) ও একই এলাকার ফজলুল করিমের স্ত্রী বিউটি বেগম (৫০)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম সবুজ জানান, যাত্রবাহী সিএনজি বালুয়াহাট থেকে মোকামতলা দিকে যাচ্ছিলে তার উল্টোদিক থেকে বালু বোঝাই ট্রাক (জয়পুরহাট ড- ১১-০১১৩) সোনাতলা যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আক্রান্ত সিএনজি চালকসহ চারজনকে হাসপাতালে নেওয়ার সময় ছকিনা বেওয়া মারা যান।
এসআই মনোয়ার জানান, আহত বিউটির অবস্থা আশংকাজনক। এছাড়াও ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরে পালিয়ে যায়। তিনি আরও জানান, ট্রাক ও সিএনজি আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।