শিবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কিত অবহিতকরণ সভা
প্রকাশ : 2025-10-08 17:23:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়া শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, এ এস এম রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা, এইচ এম ইমরান, ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিম শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন,প্রধান শিক্ষক আতোয়ার রহমান মন্ডলসহ বি়ভিন্ন প্রিন্টন ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। এইবার শিবগঞ্জে ৯৯ হাজার ৪শত ২৮জন শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে। এই টিকাদানের ফলে টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃতুহার অনেক কমে যাবে বলে তিনি জানান।