শিবগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত 

প্রকাশ : 2023-11-01 18:57:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত 

 “ স্মার্ট  যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সানে রেখে  বগুড়া শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।  সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব অফিসের আয়োজনে  দিবসটি  উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের  হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা যুব কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর প্রমূখ।অনুষ্ঠান শেষে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।