শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
প্রকাশ : 2022-10-22 15:53:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্দ্যেগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে একটি র্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা তারকা নাথ কুন্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ,অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, আব্দুর রহিম, সামছুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।