শিবগঞ্জে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশ : 2022-10-06 16:06:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

"নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ  সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা  এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন সচিবদ্বয় এবং উদ্যোক্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব। পরে জন্ম মৃত নিবন্ধন কার্যক্রমে   উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, সচিব ও গ্রাম্য পুলিশেদের সম্মাননা স্মারক  ক্রেস্ট প্রদান করা হয়।