শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 

প্রকাশ : 2022-11-14 21:10:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 

বগুড়া শিবগঞ্জে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এই মেলার শেষ দিন  সোমবার  ( ১৪ নভেম্বর)  বিকালে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাসনিমুজ্জামান,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা পঃপঃ কর্মকর্তা তারকা নাথ কুন্ড,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা সহ মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।