শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
প্রকাশ : 2025-07-26 18:22:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ীর জায়গা নিয়ে বিরোধে চারা গাছ কর্তন ও এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মোকামতলা ইউনিয়নের কুটিপাড়ার গ্রামে।
থানার অভিযোগ সূত্র জানা গেছে , উপজেলার মোকামতলা ইউনিয়নের আমজানি কুড়িপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম মন্ডল এর বসত বাড়ী সংলগ্ন ১৬ শতক জায়গা বিভিন্ন প্রজাতির গাছ সহ তার দখলে রয়েছে। হঠাৎ করে একই গ্রামের জমসেদ আকন্দের ছেলে আনোয়ার হোসেন সহ ১০/১৫ জনের একটি দল একত্রিত হয়ে শনিবার সকাল ১০টার দিকে প জোরপূর্বক কয়েকটি গাছ কর্তন করে ফেলে। তাদের গাছ কাটতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আবুল কালামের স্ত্রী গৃহ বধু তানজিলা বেগম (৩৫) কে বেধরক ভাবে মারপিট করে আহত করে। বর্তমানে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এব্যাপারে কৃষক শহিদুল ইসলাম মন্ডল বলেন, উল্লেখিত ১৬ শতক জায়গা পৈত্রিক সূত্রে প্রাপ্ত যাহার দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের নামে আছে। প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবৎ এ জমি দখলের জন্য পায়তারা করে আসছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।