শিবগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী আচরণ বিধি বিষয়ে মতবিনিময় সভা 

প্রকাশ : 2023-12-26 17:03:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী আচরণ বিধি বিষয়ে মতবিনিময় সভা 

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া শিবগঞ্জ উপজেলায় জন প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী আচরণবধি বিষয়ে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর)  সকালে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুর রউফ,  ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম,  আব্দুল  মোত্তালেব মোল্লা, আহসান হাবিব সবুজ  । এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল কাদের শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন  রেজাউল করিম চঞ্চল সহ উপজেলার ১২ ইউনিয়নের ইউপি সদস্য।