শিবগঞ্জে ছাত্রলীগ নেতার মটরসাইকেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
প্রকাশ : 2022-09-19 13:37:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে ছাত্রলীগ নেতার পালসার মটরসাইকেলে দূর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগ। ঘটনাটি ঘটেছে গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার উপজেলার সাদুল্যাপুর গ্রামে। অগ্নি সংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা কর্তৃক থানায় অভিযোগ।
জানা গেছে, শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের বিশ্বনাথ মোহন্তর ছেলে ও শিবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল কুমার মোহন্ত গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তার বন্ধু রিপন দেবনাথ এর মটর সাইকেল নিয়ে একই গ্রামের সাদুল্যাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ বিগ্রহ মন্দিরের ম্যানেজিং সেবাইত অসুস্থ্য নারায়ণ চন্দ্র সরকার কে দেখতে যান। কিছুক্ষন পর হঠাৎ বাহিরে আগুনের আলো দেখতে পায়। সঙ্গে সঙ্গে বাহিরে এসে আগুন নিভানোর চেষ্টা করলে ততক্ষনে কালো রংয়ের পালসার মটর সাইকেল যাহার রেজিঃ নং- গাইবান্ধা ল-১১-২২৬৮ পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ছাত্রলীগ নেতা উৎপল কুমার মোহন্ত বলেন, আমার বন্ধু নয়ন এর পিতা দূর্ঘটনায় অসুস্থ্য হওয়ার খবর পেয়ে রাতেই মটর সাইকেল নিয়ে দেখতে যাই। হঠাৎ করে কে বা কাহারা মটর সাইকেলে অগ্নি সংযোগ করে।
এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক হাসমত উল্লাহ্ বলেন, ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক উৎপল কুমার এর মটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।