শিবগঞ্জে চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ : 2022-03-17 20:49:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার" প্রতিপাদ্যের আলোকে বগুড়া জেলার শিবগঞ্জে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মুক্তিযুদ্ধের মহান সংগঠক, আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম শাহাজাদা চৌধুরী। ১৭ মার্চ সকাল ১১ টায় কলেজের হল রুমে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ আশরাফুজ্জামান, প্রভাষক শিবলী আক্তার বানু, মোকছেদ আলী, অশোক সরকার, জহুরুল ইসলাম আরো বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ইউনুস আলী শেখ, সৈয়দ ওয়ালী মোকাররম (সম্রাট) চৌধুরী প্রমূখ। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক নির্ধারিত ক্যাটাগরিতে অনুষ্ঠিত রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম শাহাজাদা চৌধুরী। পরে দোয়া ও কেক কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।