শিবগঞ্জে চালের মূল্যবৃদ্ধি রোধ ও অবৈধ মজুদদারীর বিরুদ্ধে অভিযান
প্রকাশ : 2022-06-01 21:28:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে অবৈধ ভাবে ধান মজুদ রাখায় ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা উপস্থিত থেকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বুধবার দূপূরে উপজেলার মরাগারিয়া বন্দরে ফজলুর রহমানের গোডাউন, জামুর হাট বাজারের রিজু ট্রেডার্স, নূর মোহাম্মাদ ট্রেডার্স, বিহার ইউনিয়নের সিঙ্গাগাড়ী তাহেরুল ইসলামের গোডাউন, বুড়িগঞ্জ এলাকার সাহা চাল কল, রজিব এন্ড ব্রাদার্স অটো রাইস মিল, সুমন এন্ড নিরব অটো রাইস মিল এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চাল ও ধান অবৈধ ভাবে গোডাউনে মজুদ রেখে চালের বাজার কৃত্রিম ভাবে বৃদ্ধি করার প্রচেষ্টায় ও ফুড লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক দুদু সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, অবৈধ মজুদদারীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। লাইসেন্স না থাকা সত্বেও চাল মজুদ ও কেনা- বেচা করায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা ৪টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।