শিবগঞ্জে ওসি'র হস্তক্ষেপে আত্মহত্যার হাত থেকে রক্ষা পেল ভ্যনচালক
প্রকাশ : 2022-12-28 18:39:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলমের হস্তক্ষেপে আত্মহত্যার হাত থেকে রক্ষাপেল ভ্যানচালক শহিদুল ইসলাম।
পরিবার সূত্রে জানা গেছে ২৭ ডিসেম্বর রাতে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত্যু মোশারফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম পরিবারের সাথে বিভন্ন বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়। এর এক পর্য়ায়ে ভ্যান চালক শহিদুল ইসলাম রাগ করে বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববর্তী আলিয়ার হাট থেকে কয়েকটি গ্যাস ট্যাবলেট নিয়ে বাড়ীতে ফিরে এসে তার স্ত্রী ও বিবাহিত মেয়ে কে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর হুমকি দিয়ে বাড়ীর বাহিরে চলে যায়। তখন তার স্ত্রী খালেদা বিবি শিবগঞ্জ থানা ওসি মঞ্জুরুল আলমকে এব্যাপারে ফোন করলে, তাৎক্ষণিক ভাবে ওসি মঞ্জুরুল আলম ৯৯৯ নাম্বার এ সঙ্গীফোর্স সহ শহিদুলের বাড়ীতে এসে তাকে বুঝিয়ে বললে তিনি কথা মানেন। গ্যাস ট্যাবলেট খাওয়ার কারণ জানতে চাইলে শহিদুল বলেন, ১০ বছর আগে উপজেলার পৌরসভা এলাকার তেঘড়ি গ্রামের মোঃ দুলু প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক এর সাথে শহিদুলের মেয়ে সুমি আকতার এর বিবাহ হয়। বিবাহ হওয়ার পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। হঠাৎ করেই তাদের সংসারে বিবাদের সৃষ্টি হয়। পরে সুমি তার একমাত্র কন্যা সন্তান নিয়ে দীর্ঘ ৬ বছর ধরে বাবা শহিদুল ইসলামের বাড়ীতে থাকে। গত কয়েকদিন আগে সুমির স্বামী ফারুক ২ লক্ষ টাকার যৌতুক দিলে সুমিকে তার স্বামীর ঘরে নিয়ে যাবে। এ শর্ত পূরণ করতে ভ্যান চালক সুমির বাবা শহিদুল হিমসিম খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং জীবন শেষ করার জন্য গ্যাস ট্যাবলেট খাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটটাস্থলে পৌছে শিবগঞ্জ থানা পুলিশ তার মেয়ের সংসার সমাধানে আসস্ত করলে তখন সে দুনিয়াতে নতুন করে বেঁচে থাকার সপ্ন দেখেন আত্মহত্যা হতে ফিরে আসা ভ্যানচালক শহিদুল ইসলাম।