শিবগঞ্জে ইলেকট্র মার্ট লিমিটেড কোম্পানির এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
প্রকাশ : 2025-03-09 15:41:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়া শিবগঞ্জে মা ইলেকট্রনিকস এর আরো একটি ইলেকট্র মার্ট লিমিটেড কোম্পানির এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা জনতা ব্যাংকের নীচ তলায় শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইলেকট্র মার্ট লিঃ এর জিএস সেলস এন্ড মার্কেটিং অফিসার মাহমুদুন নবী চৌধুরী। শোরুম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, ইলেকট্র মার্ট লিঃ এর এনএসএম আনোয়ার হোসেন খাঁন, মা ইলেকট্রনিক্স ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, ইলেকট্র মার্ট লিমিটেড এর ডিএসএম নাজমুল হোসেন, মা ইলেকট্রনিকস এর জিএম আনোয়ার হোসেন,, নাজির আহমেদ, শিহাব সিদ্দিকী, পারভেজ, তাইফুর, রবিউল, শরিফুল, জিহাদ, শাকিল প্রমূখ।