শিবগঞ্জে ইট ভাটা মালিকের জরিমানা!
প্রকাশ : 2022-05-25 12:39:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইট ভাটায় বিষাক্ত গ্যাসে কৃষকের ধান ক্ষেত সহ গাছ-পালার ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় ইট ভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের অবস্থিত এমএবি ইট ভাটার মালিক মোফাজ্জল হোসেন মাস্টারকে এ জরিমান আদায় করা হয়। সে পশ্চিম জাহাঙ্গীরাবাদ নয়াপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহার আলী ঐ ইট ভাটাই উপস্থিত হয়ে ভাটার মালিককে এ জরিমানা করেন।
নির্বাহী হাকীম আজাহার আলী বলেন, আইন ভঙ্গ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ২০০০০ টাকা জরিমানা করা হয়৷ পাশাপাশি বিষাক্ত গ্যাস নিঃসরণের কারনে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিতে ইট ভাটা মালিককে নির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।