শিবগঞ্জে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মোটর সাইকেল শোভা যাত্রা

প্রকাশ : 2021-10-02 19:25:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মোটর সাইকেল শোভা যাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধূরীর নেতৃত্বে সহ্রাধিক মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মহল্লা প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ, আওয়ামীলীগ নেতা শামছুল ইসলাম, আনছার আলী, যুবলীগ নেতা মামুন পাটোয়ারী, ইউপি সদস্য আবু বক্কর, খোকা মিয়া, ছানোয়ার হোসেন প্রমুখ। 

মোটর সাইকেল শোভা যাত্রা শেষে কিচক বাজার চত্বরে এক আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী বলেন, গত ৫ বছরে আমি এই ইউনিয়নের সাধারণ জনগণের পাশে থেকে সেবা করে আসছি। আমি অত্র ইউনিয়নের গরীব ও অসহায় জনগণের মাঝে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করেছি এবং এলাকার উন্নয়নের জন্য রাস্তা-ঘাট, রোড লাইট, কালভার্ট এবং ব্রীজ তৈরী সহ উন্নয় মূলক কাজ করেছি। আওয়ামীলীগ যদি আবারও আমাকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনিত করেন। আপনারা আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করেন তাহলে আমি এই ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবো ইনশা আল্লাহ। আমি আবারও নির্বাচিত হলে কিচক ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।