শিবগঞ্জে আপন সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : 2025-03-13 11:16:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর পক্ষ থেকে অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেলাই মেশিন ও অসহায় গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী, নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের ঈদ উপহার হিসাবে সকল সদস্যদের নতুন পোষাক পুরুষদের লুঙ্গি, পাঞ্জাবি, মহিলাদের শাড়ি, মেক্সি, ওড়না, ছোট বাচ্চাদের প্যান্ট, টি- শার্ট, তেল, চার প্রকারের সেমাই, দুধ, সুগন্ধি সাবান, আতর-সুরমা এবং নগদ অর্থ প্রদান করা হয়। আমাদের প্রয়াস নিরন্তর (আপন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিসিক এর পরিচালক ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ,আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলি, আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সদস্য আসাদুল্লাহ, প্রভাষক মাহফুজার রহমান, আব্দুর রহিম, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, সামসুর রহমান, আনারুল ইসলাম, মাষ্টার আবু হান্নান, আব্দুর রাজ্জাক প্রমূখ। বিতরণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কা/আ