শিবগঞ্জে আওয়ামীলীগের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : 2023-10-31 18:23:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৩দিনের অবরোধের ১ম দিনে বগুড়া শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন বন্দরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বর, মহাস্থান, মোকামতলা, চন্ডিধারা, আমতলী, নাগর বন্দর, বিহার ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, সাহাবুদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু,রাসেল আহম্মেদ, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, স্বেচ্ছা সেবক লীগ নেতা সাইদুর রহমান, আঃ মজিদ, শাহীন শাহ মন্ডল,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু রায়হান, রাকিব সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ই