শিবগঞ্জে  অস্ত্র  মাদকদ্রব্য সহ আটক -৪

প্রকাশ : 2024-12-22 19:17:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে  অস্ত্র  মাদকদ্রব্য সহ আটক -৪

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার  পুলিশ এক নালা ১টি বন্দুক ও পাঁচটি কার্তুজ ২ কেজি গাঁজা এবং ৩২ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে আটক করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র। 

আটককৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার গোপীনাথপুর গ্রামের শহিদুলের ছেলে মমিন (২২) লালমনিরহাটের আদিতমারী থানার ভেলা বাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরজামাল (৩০) আজিজুলের ছেলে মোকসেদুর (২৬)কলাবাড়ী গ্রামের মোফাজ্জলের ছেলে আর আমিন (২৮)।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারোয়ার পারভেজ জানান, গত শনিবার দিবাগত রাতে বগুড়া-রংপুর মহাসড়কের  মুরাদপুর নামক স্থানে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী কোচ তল্লাশি চলা কালে এক নালা একটি বন্দুক,  ৫ টি কার্তুজ  সহ মমিন কে ২ কেজি গাঁজা সহ আল আমিন কে এবং ৩২ বোতল ফেনসিডিল সহ নুরজাহান ও মোকসেদুর কে আটক করা হয়।এব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।