শিবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশ : 2023-02-09 12:02:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় সৌরভ হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার মোকাতলার পাশ্বর্তী সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর টু খেরুয়াপাড়া রোডের কেশোরীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হাসান কেশোরীপুর খাঁ পাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পার্শ্বের দোকানে খাবার কিনতে যায় শিশু সৌরভ। খাবার নিয়ে ফেরার সময় রাস্তা পার হতেই জগন্নাথ পুর থেকে ছেড়ে আসা একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব ঘটনার সত্যতা নিশ্চত করেন।