শিবগঞ্জে অজ্ঞাতনামা গলাকাটা লাশের পরিচয় মিলেছে 

প্রকাশ : 2022-12-27 10:58:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে অজ্ঞাতনামা গলাকাটা লাশের পরিচয় মিলেছে 

বগুড়া শিবগঞ্জে অজ্ঞাতনামা সেই  গলাকাটা কিশোরে'র লাশের পরিচয় মিলেছে। পুলিশ সূত্রে জানা যায়  তার নাম সিফাত (১৩)। সে  বগুড়া সদর নিশিন্দারা খাপাড়া শাহআলম এর ছেলে।  নুরানি মোড় প্রতিভা স্কুলে ৭ম শ্রেনির বার্ষিক পরিক্ষা দিয়েছে  । দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট। 

নিহত সিফাতের দুলাভাই মোঃ রয়েল মন্ডলে বলেন গত ২৫ ডিসেম্বর বিকাল ৪ টায় মোবাইল মেরামতের কথা বলে বাড়ি থেকে বাহির হয়। এই রির্পোট লেখা প্রর্যন্ত তার বাবা শাহআলম অজ্ঞাতনামা আসামি  করে মামলা প্রস্তুতি নিচ্ছে।  ২৬ ডিসেম্বর দুপুরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে নিশ্চিন্তপুর বাঁশঝাড়  থেকে নিহত সিফাতের লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।