শিবগঞ্জে অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখার উদ্বোধন 

প্রকাশ : 2022-09-08 20:55:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখার উদ্বোধন 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বন্দরে দাড়িদহ রোডে অগ্রণী দুয়ার ব্যাংকিং এর এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এজেন্ট ব্যাংকিং শাখার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংক  মহাস্থান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাখা ব্যবস্থাপক তারিক বিন ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন অগ্রণী দুয়ার ব্যাংকিং বগুড়া ক্লাস্টার দুয়ার সার্ভিসেস লিঃ এর  বিডিএকস মিজানুর রহমান, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ সবুজ, সোহেল রানা, নাজির উদ্দিন, শাহী প্রমুখ।