শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন
প্রকাশ : 2023-01-29 14:22:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২৭জানুয়ারী (শুক্রবার) উপজেলার কুকিকালিদাস পাড়া বুড়িতলা হতে জগন্নাথপুর কামারের দোকান পর্যন্ত ৫০০মিটার রাস্তা এইচবিবি কাজের শুভ উদ্বোধন শেষে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব মোল্লার সভাপতিত্বে, এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৭বগুড়া-শিবগঞ্জ২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ।
উক্ত সুধীসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, রায়নাগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মুত্তালিব মোল্লা, শিবগঞ্জ পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমূখ।