শিবগঞ্জের আলীগ্রাম মাদ্রাসার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত
প্রকাশ : 2022-05-18 09:48:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় ম্যানেজিং কমিটির দাতা ও অভিভাবক সদস্যদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ) প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দকে ম্যানেজিং কমিটির সভাপতি হুসাইন শরীফ সঞ্চয় (এমবিএ) মিষ্টিমুখ করান।
নির্বাচনে এবতেদায়ী স্তরে মো.এমএ কুদ্দুস (মিলন) ২২ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। দাখিল স্তরে মো. শামীম হোসেন ৯৫ ভোট ও আব্দুল হান্নান প্রাং ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া দাতা সদস্য নির্বাচনে মো.এনামুল হক আকন্দ ১১ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এনির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস টিএম আব্দুল হামিদ। সকাল ১০ থেকে ৪টা প্রর্যন্ত বিরতিহীন ভাবে চলা ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।
প্রসঙ্গতঃ বাকী সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।