শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জে শিক্ষককে গণপিটুনি ও থানায় অভিযোগ
প্রকাশ : 2025-11-23 17:58:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৩) নামে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনগন। পরে পুলিশ শিক্ষক রোমান মিয়াকে উদ্ধার করে। রবিবার (২৩ শে নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সদর থানায় বাদী হয়ে মামলা রুজু করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। অভিযুক্ত শিক্ষক রোমান মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বৌ-বাড়ি গ্রামে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নেয় শিক্ষক রোমান মিয়া। এসময় ছাত্রীর জামা-কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে সে আর্তচিৎকার করে পালিয়ে আসে। পরবর্তীতে ওই ছাত্রী নিজ বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। ওইদিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ে ছুটে আসেন। তিনি পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে ঘটনা জানান। কিন্তু সুপারিনটেনডেন্ট কোনো পদক্ষেন নেননি।
বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম জানান, আমি বৃহস্পতিবারই ঘটনা জেনেছিলাম। আমি ছাত্রীর পরিবারকে রোববার বিদ্যালয়ে আসার জন্য বলেছিলাম। এসময় এলাকাবাসী এসে শিক্ষককে শনাক্ত করে বাইরে নিয়ে মারধর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন ওই শিক্ষককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনায় দুপুরে সদর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।