শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন 

প্রকাশ : 2022-07-01 19:45:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন 

সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন হয়েছে।  শুক্রবার সকালে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে যুব ঐক্য পরিষদ, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যৌথ আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদরে সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক তাপস দাস, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল, বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুমন্ত রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন,সাবেক সভাপতি মুজিব রহমান, যুব ঐক্য পরিষদের নেতা তপন রাজবংশী,সঞ্জয় গোস্বামী,উজ্জ্বল দত্ত,প্রণব খোকন দত্ত,পরিতোষ দেবনাথ,শংকর দাস,বিকাশ পাল, অ্যাডভোকেট প্রদীপ পাল, দীপংকর দাস, সৌরভ সরকার, জীবন দাস প্রমূখ।