শাহবাগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ : 2024-11-21 12:37:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাহবাগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর শাহবাগের টিএসসি চত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সজীব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীব ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকায় মোহাম্মদ মোস্তফার ছেলে। সে পল্টনের স্টেডিয়াম এলাকায় মোবাইল মেরামতের কাজ করতো।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা মো. মোজাহিদ জানান, আমরা রক্তাক্ত অবস্থায় টিএসসি এলাকায় তাকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই যুবকটি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

 

সা/ই