শাবিপ্রবি শিক্ষককে মারধর, প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

প্রকাশ : 2025-05-19 09:46:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাবিপ্রবি শিক্ষককে মারধর, প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ মে) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করেন তারা।

এর আগে রাত সাড়ে নয়টার দিকে প্রথমে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে রাত ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা দাবি জানান। এছাড়া রাত ২টার দিকে শিক্ষককে মারধরকারী ওই যুবককে আটক করে পুলিশ।

জানা গেছে, শিক্ষককে মারধর করা যুবক রাসেল আহমদ (৩০) নগরীর আখালিয়া নেহারীপাড়া এলাকার আব্দুর রকিবের ছেলে।

মারধরে আহত শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়ম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, নগরীর আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. শফিকুল ইসলামের ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহী এক যুবকের ধাক্কা লাগে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। সেখানে আধা ঘণ্টা বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। পরে রাত ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

মারধরের শিকার শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম জানান, তিনি ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মাউন্ট এডোরার সামনে এক ব্যক্তির মোটরসাইকেল তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এক পর্যায়ে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাকে মারতে আসেন। এসময় প্রতিবাদ করলে ওই ব্যক্তি তেড়ে মারধর ও লাঞ্ছিত করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আনা হয়। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষককে মারধর করা যুবককে রাত ২টার দিকে গ্রেফতার করেছে পুলিশ।

কা/আ