শাবিপ্রবিতে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

প্রকাশ : 2025-04-07 13:31:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাবিপ্রবিতে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজ (৭ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

এর আগে গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। যাতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সমর্থন জানিয়ে কর্মসূচি পালন করছেন।

 

সান