শান্তি বজায় রাখার আহ্বান রাশিয়ার বিশ্বসেরা টেনিস তারকার
প্রকাশ : 2022-03-01 10:06:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এটিপি র্যাংকিংয়ে বিশ্বের নাম্বার ওয়ান খেলোয়াড় এখন দানিল মেদভেদেভ। র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছানো বিশ্বের ২৭তম এবং রাশিয়ার তৃতীয় খেলোয়াড় তিনি। দানিলের পয়েন্ট এখন ৮ হাজার ৬১৫। এর আগে দীর্ঘ ৩৬১ সপ্তাহ শীর্ষস্থানটি দখলে রেখেছিলেন নোভাক জোকোভিচ। তার পয়েন্ট ৮ হাজার ৪৬৫।
শীর্ষস্থানে পৌঁছানোর বিষয়ে দানিল বলেছেন, ‘আমি অবশ্যই খুশি। তরুণ বয়স থেকেই এটি আমার লক্ষ্য ছিল। অনেক মানুষের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছি। টেনিস খেলোয়াড়রাও শুভেচ্ছা জানিয়েছেন। সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
তিনি আরও বলেছেন, ‘আমি বিশ্বে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। দেশগুলোর মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’ অ্যান্ডি রডিকের পর ১৮ বছর, তিন সপ্তাহ, ৬ দিন ধরে টেনিসের শীর্ষস্থানটি দখলে রেখেছিলেন টেনিসের চার বড় তারকা; জোকোভিচ, রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল।