শাজাহানপুর উপজেলা আ’লীগের সম্পাদক তালেবের দাফন সম্পন্ন
প্রকাশ : 2022-12-14 19:34:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তালেবুল ইসলাম তালেব(৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বাদ জোহর খোট্রাপাড়া ফাযিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযা নামাজে অন্যদের মধ্যে অংশ নেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। জানাযা নামাজের পূর্বে আওয়ামীলীগ নেতার মরদেহে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামীলীগ নেতা তালেব ইন্তেকাল করেন। ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি।