শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক যুবলীগ নেতার মৃত্যু
প্রকাশ : 2022-12-23 19:22:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাসুদেব চন্দ্র দাস(৪২) নামের সাবেক এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গত বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফুলতলা এলাকায় মঞ্জুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব ডেমাজানি গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের পুত্র ও আমরুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে বর্তমানে মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, গত বৃহষ্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাসুদেব বগুড়া থেকে মোটরসাইকেল যোগে দুই আরোহীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাজাপুর ফুলতলা এলাকায় মঞ্জুর ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পণ্যবাহী ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে বাসুদেব মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আরোহী দুই জনের মধ্যে একজন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার কে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।