শাজাহানপুরে শ্যালকের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুলাভাই 

প্রকাশ : 2023-10-08 19:42:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাজাহানপুরে শ্যালকের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুলাভাই 

বগুড়ার শাজাহানপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালকের উপর্যুপরি ছুরিকাঘাতে হাসপাতালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুলাভাই। গত ৪ অষ্টোবর রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের খোদাবন্দবালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ এক মহিলাকে গ্রেফতার করে। 

জানা গেছে,গত ৪অষ্টোবর রাত সাড়ে ১০টার দিকে খোদাবন্দবালা গ্রামের আব্দুল বারীর পুত্র জাহিদুল ইসলাম(৪১) কে তার নিজ বাড়ির সামনে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার শ্যালক একই গ্রামের মৃত নুর হোসেনের পুত্র শাহাদত হোসেন(৩২)। শরীরের পেটসহ বিভিন্ন স্থানে ৫-৬টি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই জাহিদুলের পেটের নাড়ি-ভূড়ি বের হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শাহাদতের স্ত্রী রুমি খাতুন(২৭)কে গ্রেফতার করে। এ ঘটনায় জাহিদুলের ভাই মিরাজুল ইসলাম ৫অষ্টোবর থানায় মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি শাহাদত হোসেনকে এখনো গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মামলার ২নং আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।