শাজাহানপুরে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : 2022-12-14 19:49:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক অভিযানে দুই মহিলাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর পলিপলাশ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মরিয়ম বেগম(২৭), নওগাঁ জেলার পত্নীতলা থানার পাইকর মধ্যপাড়া গ্রামের মাদক সম্রাজ্ঞী সুফিয়া বেগম(৪০), লালমনিরহাট জেলার সদর এলাকার বুমকা ছয়মাথা খাসপাড়ার জগদুল ইসলামের পুত্র রাসেল ওরফে শহিদুল(১৯) ও একই এলাকার মোফাজ্জল হোসেনের পুত্র শাহ পরান(২০)।
আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের কে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মরিয়ম বেগমের কাছ থেকে দেড় কেজি গাঁজা, সুফিয়া বেগমের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল, শহিদুল ও শাহ পরানের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চালান করা হয়েছে।