শাজাহানপুরে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশ : 2022-12-13 18:22:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার আশেকপুর পশ্চিম পাড়া তালতলা রাস্তার পূর্ব পাশ থেকে নবজাতকের এ লাশ উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে মহাসড়কের পাশে ঝোঁপ ঝাঁড়ের মধ্যে থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত সোমবার দিবাগত রাতে কে বা কাহারা মৃত নবজাতক ফেলে রেখে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।