শাজাহানপুরে গরীব দু:খী মানুষের মুখে হাসি ফোটালো গোহাইল ইউনিয়ন বিএনপি
প্রকাশ : 2023-01-22 14:52:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শতাধিক গরীব দু:স্থ অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটে উঠে। তারা মন খুলে জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া করেন। আজ শনিবার বেলা ১১টায় জামাদারপুকুর স্ট্যান্ডে গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিঠু শীতার্ত মানুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেন। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য প্রভাষক মহাতাব উদ্দিন সন্টু, সাবেক যুবনেতা ইউনিয়ন বিএনপির দু:সময়ের কান্ডারী মিজানুর রহমান মতিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা নুর আলম, ইকবাল হোসেন নাজু, জাহিদুল ইসলাম, আজিজুল, সেলিম, রুহুল আমিন, আব্দুল মান্নান, ফরিদ উদ্দিন, তরিকুল, রায়হান, আব্দুস ছাত্রারসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ুসহ জিয়া পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।