শাজাহানপুরে এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ : 2022-12-26 19:10:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাজাহানপুরে এক মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শাজাহাপুরে ৩ গ্রাম হেরোইনসহ কামাল ফকির(৬৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার বেলা ১১ টার সময় উপজেলার নয়মাইল বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত গ্রেফতারকৃত কামাল ফকিরের বিস্তারিত পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নয়মাইল হাটের সামনে রাস্তার উপর থেকে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে মাদক কারবারি কামাল ফকিরকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে অব্যশই আইনের আওতায় আনা হবে।