শাজাহানপুরে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
প্রকাশ : 2023-01-12 12:33:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ওই উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি। মৃতের নাম মোছা. রিমু বেগম। ২৬ বছরের রিমু একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। মান্নান পেশায় দিনমজুর।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর বলেন, রিমুর বাড়ির আঙিনায় কিছু ছেলে-মেয়ে শীতের কারণে খড়কুটা দিয়ে আগুন জ্বালায়। সেখানে রিমু আগুন পোহানোর জন্য এসে দাঁড়ান। তখনই তার পোশাকে আগুন লাগে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থান আজ তার মৃত্যু হয়েছে।
সজিবুল আলম সজিব।