শাজাহানপুরে অবৈধ মাটি কাটার প্রতিযোগিতা, হুমকির মুখে কৃষিজমি
প্রকাশ : 2023-01-26 12:41:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে আইনের প্রতি তোয়াক্কা না করে অবৈধ মাটি কাটার শুধু হিড়িক নয় যেন প্রতিযোগীতা চলছে। এর ফলে একদিকে যেমন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে অন্যদিকে কৃষিজমি রক্ষা হুমকির মুখে পড়েছে।
ইতিপূর্বে মাঝে মধ্যে দুই এক অবৈধ মাটির পয়েন্ট ও অবৈধ ইট ভাটায় প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও বর্তমানে নীরবতা পালন করছে। এতে করে বেপরোয়া হয়ে উঠেছে মাটিদস্যূরা। বর্তমানে উপজেলার খোট্রাপাড়া, মাঝিড়া, খরনা, আশেকপুর, আমরুল, মাদলা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ২০/২৫টি অবৈধ মাটির পয়েন্ট চালু রয়েছে। রাত ১০ টার পর থেকে কৃষিজমিতে মাটি দস্যুদের অবৈধ কাজ শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত চলে। সরকারের কোটি কোটি টাকার গ্রামীণ রাস্তাঘাটের কাপেটিং ওঠে চৌচির হয়ে যাচ্ছে। ধূলাবালি ও বেপরোয়া ট্রাকের শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার জনপদ।
অবৈধ মাটির পয়েন্টগুলো অধিকাংশ পরিচালনা করছে ক্ষমতাসীনদলের নেতাকর্মীরা। এ কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। কেউ কেউ প্রতিবাদ করলেও তাদের উপর নেমে আসে বর্বর নির্যাতন মারপিট ও মামলা হামলার হুমকি। প্রশাসন যেন অসহায়ের মত নির্বাক হয়ে মাটি দস্যুদের তান্ডব দেখছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম বলেন, "অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রশাসন নীরবতা পালন করছে না। গত বুধবারও প্রশাসন দুইটি অবৈধ মাটির ট্রাক আটক করেছে।"