শাকিব খানকে নিয়ে আবেগঘন পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস-বুবলী
প্রকাশ : 2025-05-24 12:26:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চলচ্চিত্র জগতে দুই দশকের বেশি সময় ধরে রাজত্ব করা শাকিব খান এখন আর কেবল একজন নায়ক নন—তিনি এক সফল মেগাস্টার। অভিনয়ের বাইরেও আই তারকার ব্যক্তি জীবন নিয়েও মানুষের কম আগ্রহ নেই। মূলত তার সঙ্গে অপু আর বুবলীর সম্পর্কের সমীকরণ নিয়েই চলে আলোচনা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠস্বথাছরের সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন শাকিব খান। তার অভিনয়জীবনের ২৫ বছর পূর্তিতে পান রজতজয়ন্তী সম্মাননা। এমন অর্জনের মুহূর্তে তাকে ঘিরে শুধু ভক্ত নয়, প্রশংসা করছেন তার দুই প্রাক্তন স্ত্রীও—শবনম বুবলী ও অপু বিশ্বাস।
প্রথমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী শবনম বুবলী সামাজিক মাধ্যমে লেখেন, “আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে অবদান রেখেছেন। বিশেষ সম্মাননা পাওয়া সত্যিই গর্বের।”
এই পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানকে উদ্দেশ্য করে আরও আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, “অভিনন্দন, মাই কিং—শাকিব খান।”
এই ছোট্ট বাক্যেই যেন ঝরে পড়ে অপু বিশ্বাসের ব্যক্তিগত অনুভূতি। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল থেমে থাকেনি। কেউ লিখেছেন, “শাকিব শুধু আপনার একার রাজা নন, বুবলীরও রাজা।” আবার কেউ হাস্যরসের ছলে বলেছেন, “তিনি কি এখনও আপনার রাজা? সিরিয়াসলি?”
উল্লেখ্য, রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন শাকিব। এদিকে সামনে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমাটি। অ্যাকশনধর্মী এই সিনেমার টিজারে শাকিবের ঝাঁঝালো রূপ দেখে মুগ্ধ দর্শক।