শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা : নিহত ৬
প্রকাশ : 2023-01-17 11:10:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়া অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার [১৭ জানুয়ারি] ভোরে পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজন এবং চালক-হেলপার সবাই প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক [তদন্ত] সুরুজ উদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ থানার পাশে বিকট চিৎকার চেঁচামেচি শুনে উঠে আসি। এসে দেখি, দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই ছয় জন লাশ হয়ে আছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো উদ্ধার করি।’
তিনি বলেন, ‘লাশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। অসুস্থ মাকে নিয়ে ভাই-বোন বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। সঙ্গে এক লোকাল সাংবাদিকও ছিলেন। আর অ্যাম্বুলেন্সের চালক-হেলপার। সবাই মারা গেছেন। সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছিল অ্যাম্বুলেন্সটি। একদম ভেতরে ঢুকে গেছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, যে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিয়েছিল সেটি এলপি গ্যাস বোঝাই। আর অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী নিয়ে ঢাকার দিকে আসছিল।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম [৫৫], স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি [২৮], রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা [৩০], গাড়ি চালক জিলানি [২৮], গাড়ির হেলপার রবিউল ইসলাম [২৬] ও সাংবাদিক মাসুদ রানা [৩০]। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।
জাজিরা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার এনামুল হক সুমন বলেন, ‘আমরা খবর পাই, পদ্মা সেতু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’
হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মারুফ হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এখান থেকেই স্বজনদের হাতে লাশ তুলে দেওয়া হবে।’