শরনখোলা থেকে হরিণ ও অজগর উদ্ধার
প্রকাশ : 2022-07-18 20:11:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে রশরণখোলার লোকালয় থেকে চিত্রল হরিণ ও অজগর উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (১৭ জুলাই)বিকেলে উপজেলার সোনাতলা গ্রাম থেকে এই হরিণ ও অজগর উদ্ধার করা হয় । পরবর্তীতে সুন্দরবনের ভোলা এলাকার বনে অবমুক্ত করা অজগর ও হরিণটিকে।
অজগর ও হরিণ উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ছগীর ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বন রক্ষীদের কাছে হস্তান্তর করেছি।
এছাড়া, সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে থেকে একটি অজগর উদ্ধার করে ভিটিআরটির সদস্যরা। পরে অজগরটিকেও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে উদ্ধারকরা চিত্রল হরিণটি ছোটাছুটির সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সেটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটিকেও অবমুক্ত করেছি আমরা। অবমুক্ত করা অজগরটি ৯ফুট লম্বা এবং ওজন ১২ কেজি ।